পদপিষ্ট হয়ে ইয়েমেনে মৃত ৮৫, তহবিল সংগ্রহের অনুষ্ঠানে আহত শতাধিক মানুষ

সানা (ইয়েমেন), ২০ এপ্রিল (হি.স.): ইয়েমেনে পদপিষ্ট হয়ে মারা গেলেন অন্ততপক্ষে ৮৫ জন। বুধবার (স্থানীয় সময়) এই ঘটনাটি ইয়েমেনের রাজধানী সানার ওল্ড সিটি এলাকায় ঘটেছে। ভিড়ের চাপে আহত হয়েছেন শতাধিক মানুষ, তাঁদের মধ্যে গুরুতর আহত হয়েছেন ১৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সানার ওল্ড সিটি এলাকার একটি স্কুল প্রাঙ্গণে স্থানীয় ব্যবসায়ীরা আর্থিক সহায়তা করার জন্য তহবিল দানের আয়োজন করেন। তহবিল সংগ্রহ করতে সেখানে জমায়েত করে প্রচুর মানুষ।

ভিড় নিয়ন্ত্রণ করার কোনও পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তহবিল সংগ্রহ করার সময় পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে। আবার গুলি চলার শব্দও শোনা যায়। প্রাণ বাঁচানোর তাগিদে লোকজন ছোটাছুটি করতে শুরু করেন। এই ঘটনায় পদপিষ্ট হয়ে মারা যান ৮৫ জন। স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ব্রিগেডিয়ার আবদেল খালেক আল আঘরি জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ না করেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের আয়োজকদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন তিনি।