ভূমিধসে অবরুদ্ধ হয়ে পড়ল শ্রীনগর-লেহ হাইওয়ে, ভোগান্তি অগণিত মানুষের

শ্রীনগর, ২০ এপ্রিল (হি.স.): ভূমিধসের জেরে অবরুদ্ধ হয়ে পড়ল শ্রীনগর-লেহ হাইওয়ে। বৃহস্পতিবার ভোরে মধ্য কাশ্মীরের গান্ডেরবাল জেলার তহসিল গুন্ডে একটি বিশাল ভূমিধসের ঘটনা ঘটেছে। রেজান এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে, এর ফলে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

এসডিএম (কাঙ্গান) জাভিদ আহমেদ রাথার বলেছেন, শ্রীনগর-লেহ হাইওয়ে বরাবর রেজান গ্রামে ভূমিধসের ফলে রাস্তাটি বন্ধ হয়ে গিয়েছে। তিনি বলেন, ভূমিধসে কোনও বড়সড় ক্ষয়ক্ষতি হয়নি। উল্লেখ্য, দুই মাস আগে একই এলাকায় ব্যাপক ভূমিধসে সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভুমিধ্যসের জেরে শ্রীনগর-সোনমার্গ রোডেও যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হয়েছেন অগণিত মানুষ।”