২১ এপ্রিল সিভিল সার্ভেন্টদের উদ্দেশ্যে বক্তব্য প্রধানমন্ত্রীর, শ্রেষ্ঠত্বের জন্য প্রদান করবেন পুরস্কারও

নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ এপ্রিল, শুক্রবার “সিভিল সার্ভিসেস ডে” উপলক্ষ্যে সিভিল সার্ভেন্টদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে, বেলা এগারোটা নাগাদ সিভিল সার্ভেন্টদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জন প্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কারও প্রদান করবেন প্রধানমন্ত্রী মোদী।

দেশ গঠনে সিভিল সার্ভেন্টদের অবদানের সর্বদা প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী, তাঁদের কঠোর পরিশ্রম করতেও উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান চলাকালীন জন প্রশাসনে শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কারও প্রদান করবেন প্রধানমন্ত্রী। “হর ঘর জল” যোজনার মাধ্যমে স্বচ্ছ জলের প্রচার; স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রের মাধ্যমে “সুস্থ ভারত”-কে প্রচার করা, প্রভৃতি ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার দেওয়া হবে।