ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।।গত ২০২২ ফুটবল মরশুমের চ্যাম্পিয়নদের নাম ঘোষনা করা হয়েছে। গত সেশনে সি-ডিভিশন লীগে চ্যাম্পিয়ন হয়েছিল ব্লাডমাউথ ক্লাব এবং রানার্স আপ হয়েছিল ভারত রত্ন সংঘ। স্বাভাবিক নিয়মে ব্লাড মাউথ ক্লাব এবং ভারত রত্ন সংঘ আসন্ন ফুটবল মরশুমে বি- ডিভিশন লিগে খেলবে। এরপর ২০২২ ফুটবল বছরে বি-ডিভিশন লীগে চ্যামপিয়ান হয়েছিল এিবেনী সংঘ এবং রানার্স আপ হয়েছিল স্পোর্টস স্কুল। যার মধ্য থেকে এিবেনী সংঘ বি-ডিভিশন থেকে এ-ডিভিশনে খেলবে এবং কেশব সংঘ ক্লাব বি-ডিভিশন থেকে অবনমনের কারনে সি-ডিভিশনে খেলবে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের লীগ কমিটির বিশেষ বৈঠকে আজ এই ঘোষণা দেওয়া হয়। লীগ কমিটির সেক্রেটারি মনোজ দাস এ খবর জানিয়েছেন।