নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): দিল্লি চিড়িয়াখানায় সাদা বাঘের শাবকদের মুক্তাঞ্চলে ছেড়ে দিলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব। পাশাপাশি ব্রাঘ্য শাবকদের নামও রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব টুইট করে জানিয়েছেন, স্কুলের শিশু ও চিড়িয়াখানার কর্মীদের উপস্থিতিতে ৮ মাস বয়সী অবনী (AVNI) এবং ব্যোম (VYOM)-কে তাদের এনক্লোজারে ছেড়ে দেওয়া হয়েছে। চিড়িয়াখানার দর্শনার্থীরা এখন অবনী এবং ব্যোমকে দেখতে পারবেন।
গত ২৪ আগস্ট দিল্লি চিড়িয়াখানায় সাদা ব্যাঘ্র দম্পতি ‘সীতা’ এবং ‘বিজয়’-এর ঘরে জন্ম নিয়েছিল ব্যাঘ্র শাবক। প্রায় সাত বছর পর ‘সীতা’ সন্তানের জন্ম দেয় বলে দিল্লি চিড়িয়াখানার পক্ষ থেকে জানানো হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার সকালে সাদা বাঘের শাবকদের মুক্তাঞ্চলে ছেড়ে দিলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব। মুক্তাঞ্চলে ছেড়ে দেওয়া মাত্রই এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকে অবনী এবং ব্যোম। মায়ের সঙ্গে স্নানও করে তারা।

