নয়াদিল্লি, ২০ এপ্রিল(হি.স.) : দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর মানহানির মামলার ক্ষেত্রে আইনের অধীনে উপলব্ধ সমস্ত বিকল্পগুলি ব্যবহার করা চালিয়ে যাবে বলে বৃহস্পতিবার কংগ্রেস জানিয়েছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ দলের প্রাক্তন সভাপতির মানহানির মামলার উদাহরণ দিয়ে বলেছেন, “আমরা আইনের অধীনে আমাদের কাছে এখনও উপলব্ধ সমস্ত বিকল্পগুলি ব্যবহার করতে থাকব।”
গুজরাটের সুরাটের একটি আদালত মানহানির মামলায় তার দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশ চেয়ে রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দিয়েছে সুরাট আদালত। আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। দোষী সাব্যস্ত হওয়ার পরে তাঁকে লোকসভার সদস্য হিসাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল।
এরপর ওই রায়ের বিরুদ্ধে রাহুল গান্ধী ফের সুরাট আদালতে আবেদন জানান।

