নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল৷৷ আনারস রাজ্যের বাইরে আরও প্রচার প্রসারের জন্য দিল্লিতে মে- জুন মাসে একটি মেলার আয়োজন করার চিন্তা ভবনা করা হচ্ছে৷ নাগিছড়ায় একদিবসিয় মাস্টার ট্রেনিং প্রোগ্রাম অন ব্ল্যাক পেপারের উদ্বোধন করে একথা বললেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ৷ধানের পাশাপাশি অন্য ফসলের সিকে গুরুত্ব দিতে হবে৷ রাজ্যের আনারসের বাইরে আরও প্রচার প্রসারের জন্য দিল্লিতে মে- জুন মাসে একটি মেলার আয়োজন করার চিন্তা ভবনা করা হচ্ছে৷নাগিছড়ায় একদিবসিয় মাস্টার ট্রেনিং প্রোগ্রাম অন ব্ল্যাক পেপারের উদ্বোধন করে একথা বললেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ৷ বৃহস্পতিবার নাগিছড়া কৃষি উৎপাদন কেন্দ্রের কনফারেন্স হলে হয় এই ট্রেনিং প্রোগ্রাম৷ এতে মন্ত্রী ছাড়াও দপ্তরের সচিব সহ অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ বিভিন্ন জায়গা থেকে কৃষকরা অংশ নেন৷ তাদের মধ্যে চারাগাছ বিলি করা হয়৷ অনুষ্ঠানে গুল মরিচ নিয়ে আলোচনা হয়৷ অনুষ্ঠানে মন্ত্রী রতন লাল নাথ বলেন, ত্রিপুরা আনারসের জন্য শ্রেষ্ঠ৷ তিনি বলেন, আগামী দিনে আমাদের কৃষিতে স্বয়ম্ভর হতে হবে৷
2023-04-20

