ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।।
মহারণ আজ। খেতাব দখলের লড়াইয়ে আজ মুখোমুখি হবে সদর-এ এবং শান্তিরবাজার মহকুমা দল। রাজ্য অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে। ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে আগামীকাল সকাল আটটায় শুরু হবে ম্যাচটি। দুদলেই রয়েছে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার। ফলে লড়াই হবে
জমজমাট। সেমিফাইনালে শক্তিশালী সদর-বি দলকে পরাজিত করে মনোবল অনেকটাই বাড়িয়ে নিয়েছে শান্তিরবাজারের ক্রিকেটাররা। অপরদিকে সদর এ-র আকাশ, অর্কজিৎ, রাহুল, অয়ন-রাও চাইছে বিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ট্রফি জয় করতে। দুদলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। দুদলের কোচই তাঁর অস্ত্রদের শেষবার শান দিয়ে নেন। আগামীকাল ফেভারিট হিসাবেই মাঠে নামবে সদর-এ। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের ফাইনালে সদর বি-র কাছে হেরে রানার্স খেতাবে সন্তুষ্ট থাকতে হয়েছে সদর-এ দলকে। অনূর্ধ্ব ১৫ রাজ্য আসরে সদর-বি ছিটকে গেছে সেমিফাইনালে শান্তিরবাজারের কাছে হেরে। বলাবাহুল্য, এই আসর থেকেই রাজ্য ক্রিকেট সংস্থা বাছাই করবে প্রতিভাবান ও উদীয়মান ক্রিকেটার। জানা গেছে, প্রতিটি মহকুমা থেকে ৩-৪ জন করে প্রতিভাবান ক্রিকেটার বাছাই করে ২-৩ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করবে রাজ্য ক্রিকেট সংস্থা। ফলে প্রতিটি ক্রিকেটারই চাইছে নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে স্পটারদের নজরে আসতে।

