আগরতলা, ২০ এপ্রিল (হি.স.) : নির্বাচনে জেতার জন্য জনজাতিদের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বিজেপি। তাঁদের আর্থ, সামাজিক এবং অস্তিত্ব রক্ষা নিয়ে শাসক দল ছিনিমিনি খেলছে। আজ সাংবাদিক সম্মেলনে এভাবেই সুর চড়ালেন সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তাঁর কথায়,বিজেপি সরকারের রাজনৈতিক দশর্ন, মতাদর্শ ভারতবর্ষের জনজাতি বা গরীব অংশের পক্ষে নয়। এই সরকার দেশের জনজাতিদের বিকাশ কোনোদিন চায় নি এবং আর কখনো চাইবেও না।
তাঁর কটাক্ষ, নির্বাচনের এক বছর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ত্রিপুরায় এসে বলেছিলেন জনজাতিদের জন্য দিল্লি থেকে ১৩০০ কোটি টাকা পাঠাবেন। কিন্তু আজ পর্যন্ত সেই অর্থের খোঁজ নেই। তিনি বলেন, এডিসিতে তিপ্রা মথা ক্ষমতায় বসার পর দুই বার বাজেট পেশ হয়েছে। গত বছর বাজেটে জনজাতিদের জন্য ৬০০০ কোটি টাকার বরাদ্দ করা হয়েছিল। কিন্তু মাত্র ৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তাতেই প্রমাণিত, জনজাতি অংশের মানুষদের নিয়ে বিজেপি সরকার ছিনিমিনি খেলছে, তোপ দাগেন তিনি। সাথে সুর আরও চড়িয়ে বলেন, এখন বিজেপি সরকার নতুন করে তিপ্রা মথার দাবি পূরণে মধ্যস্থকারী নিয়োগ নিয়ে খেলা শুরু করেছে।
এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সবকিছু জেনেও ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপিকে বৈতরণী পার করতে তিপ্রা মথা সহায়তা করেছে। তাঁর দাবি, তিপ্রা মথার উর্দ্ধতন নেতৃত্ব মধ্যস্থতাকারি নিয়ে কয়েক লক্ষ জনজাতি অংশের মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করছেন। এদিন তিনি সুর চড়িয়ে বলেন, ত্রিপুরায় নির্বাচনে জেতার জন্য জনজাতিদের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বিজেপি। তাঁদের আর্থ, সামাজিক এবং অস্তিত্ব রক্ষা নিয়ে শাসক দল ছিনিমিনি খেলছে।
2023-04-20

