তীব্র দাবদাহে পুর নিগমের ক্রীড়া উৎসব আপাতত স্থগিত

 ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ এপ্রিল।। গরমের প্রচন্ড দাবদাহ। তাই  আগরতলা পুর নিগম রিক্রিয়েশন ক্লাব আয়োজিত ক্রীড়া উৎসব আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিলো পুর নিগম কর্তৃপক্ষ। ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল এমবিবি কলেজের মাঠে এই টুর্নামেন্ট হবার কথা ছিল। তবে বর্তমানে যেহেতু গরম প্রচন্ড তাই আপাতত এই টুর্নামেন্ট স্থগিত করা হলো। মুখ্যমন্ত্রী গরমের কথা ভেবে শিক্ষা প্রতিষ্ঠান ও খেলাধুলার কিছু কিছু ক্ষেত্রগুলো ২৩ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যা এখন কার্যকর। তাই মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে সন্মান জানিয়ে পুর নিগম টুর্নামেন্ট স্থগিত রাখলো। আগামীদিনে হবে এই টুর্নামেন্ট। কবে নাগাদ হবে তা খুব দ্রুত জানিয়ে দেয়া হবে আগরতলা পুর নিগম কতৃপক্ষের তরফে। এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত।