কৃষি জমিকে সঠিকভাবে কাজে লাগিয়ে অধিক পরিমাণ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে ঃ কৃষিমন্ত্রীনিজস্ব প্রতিনিধি

, আগরতলা, ২০ এপ্রিল৷৷  রাজ্যকে খাদ্যে স্বয়ম্ভর করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন কৃষি কল্যান মন্ত্রী রতন লাল নাথ৷ বৃহস্পতিবার নাগি ছড়ায় উদ্যান গবেষণা কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন দপ্তরের মন্ত্রী৷ তিনি অকপট স্বীকার করেন রাজ্য এখনো খাদ্যে স্বয়ম্ভর হয়ে উঠতে পারেনি৷  গত পাঁচ বছরে রাজ্যে কৃষি উৎপাদন বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে৷ মন্ত্রী বলেন ধান ও দানাশস্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে হবে৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন বিগত বামফ্রন্ট সরকারের আমলে রাজ্যকে খাদ্যে স্বয়ম্ভর রাজ্যে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল৷  কিন্তু তারা অভীষ্ট লক্ষ্য পূরণ করতে পারেনি৷ প্রসঙ্গক্রমে কৃষি কল্যান মন্ত্রী বলেন রাজ্যে কৃষি উৎপাদনের জমির পরিমাণ মাত্র চবিবশ শতাংশ৷ সে কারণেই কৃষি জমিকে সঠিকভাবে কাজে লাগিয়ে অধিক পরিমাণ ফসল উৎপাদনের ওপর গুরুত্ব দিতে হবে৷ মন্ত্রী জানান রাজ্যের চারটি জেলা ইতিমধ্যে খাদ্যে স্বয়ম্ভর হয়ে উঠেছে৷ সেগুলি হল দক্ষিণ ত্রিপুরা জেলা, সিপাহী জেলা, গোমতী জেলা এবং উনকোটি জেলা৷ অপর চারটি জেলা এখনো খাদ্যে স্বয়মভর হয়ে উঠতে পারেনি৷ কৃষি কল্যান মন্ত্রী বলেন সে কারণেই নাকি ছোড়া উদ্যান গবেষণা কেন্দ্রে গবেষণার মধ্য দিয়ে রাজ্যে কৃষি জমিতে অধিক পরিমাণ ফসল উৎপাদনের বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে৷ সেই লক্ষ্যেই নাগিছড়া উদ্যান গবেষণা কেন্দ্র বৃহস্পতিবার পরিদর্শন  করলেন কৃষি কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ৷ সেখানে গিয়ে বিভিন্ন পরিকল্পনার বিষয়ে আধিকারিকদের সাথে কথা বলেন৷ এদিনের সফর শেষে মন্ত্রী রতন লাল নাথ   সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে  বলেন, সংশ্লিষ্ট দপ্তরের কাজ হলো বিশ্ব বা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফলের বীজ সংগ্রহ করা৷ তারপর সেই বীজ গুলি নাগিছড়া উদ্যান গবেষণা কেন্দ্রে এনে গবেষণা করে দেখা হয়৷ রাজ্যের মাটিতে যে প্রজাতির বীজ থেকে ফসল উৎপাদন হবে সেই বীজ সংগ্রহ করে রাজ্যের কৃষকদের কাছে ফসল উৎপাদন করার জন্য পাঠানো হয়৷