নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১০টায় দিল্লির অশোক হোটেলে আয়োজিত গ্লোবাল বৌদ্ধ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। ২০-২১ দুই দিন ধরে চলবে এই গ্লোবাল বৌদ্ধ সম্মেলন, আন্তর্জাতিক বৌদ্ধ কনফেডারেশনের সহযোগিতায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করছে।
বৌদ্ধ ও সার্বজনীন উদ্বেগের বিষয়ে বিশ্বব্যাপী বৌদ্ধ ধম্ম নেতৃত্ব ও পণ্ডিতদের সম্পৃক্ত করার এবং তাঁদের সম্মিলিতভাবে মোকাবেলা করার জন্য নীতির যোগান নিয়ে আসার জন্য এই শীর্ষ সম্মেলন একটি প্রচেষ্টা। সম্মেলনের আলোচনায় কীভাবে বৌদ্ধ ধম্মের মৌলিক মূল্যবোধগুলি সমসাময়িক পরিবেশে অনুপ্রেরণা এবং নির্দেশনা প্রদান করতে পারে তা অন্বেষণ করা হবে।

