টিএফএ-র লীগ কমিটির বৈঠক আজ : বার্ষিক সাধারণ সভা ৫ মে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল।। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ৫ই মে অনুষ্ঠিত হচ্ছে। ওইদিন বেলা ১১ঃ০০ টায় সিটি সেন্টারস্থিত ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কনফারেন্স হলে আয়োজিত এই সাধারণ বৈঠকে পূর্বতন বার্ষিক সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ অনুমোদনের পাশাপাশি সাধারণ সম্পাদক কর্তৃক পেশ করা বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ কর্তৃক পেশ করা বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিকাশ পেশ করা হলে সেগুলো অনুমোদনের লক্ষ্যে আলোচনা করা হবে। বৈঠকের আলোচ্য সূচিতে অডিটর নিয়োগের বিষয়ও রাখা হয়েছে। সকল সদস্যদের যথাসময়ে সাধারণ বৈঠকে উপস্থিত থাকার জন্য সাধারণ সম্পাদক অমিত চৌধুরী এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন। এদিকে, আগামীকাল টিএফএ-র লীগ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে টিএফএ-র অফিস রুমে, সন্ধ্যে সাড়ে ছয়টায়। লীগ কমিটির সকল সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যও অনুরোধ জানানো হয়েছে।