স্ফুলিঙ্গ: ২২৪/৫(২০)
ব্লাডমাউথ: ৯৮/৯(১৯.৩)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।। লীগের শেষ ম্যাচেও জয় অব্যাহত স্ফুলিঙ্গের। বিজয় ধ্বজা উড়িয়ে রেখেই স্ফুলিঙ্গ কোয়ার্টার ফাইনালে খেলবে। মূলপর্বে খেলার ছাড়পত্র আগেই পেয়েছে। আজ, মঙ্গলবার পেয়েছে ঘরোয়া টি-টোয়েন্টি গ্রুপ লীগে টানা ছয় ম্যাচে জয়ের স্বীকৃতি। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ লীগ পর্যায়ের খেলা আজ, মঙ্গলবার শেষ হয়েছে। ২০ এপ্রিল, বৃহস্পতিবার দুই মাঠে চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ স্ফুলিঙ্গ ১২৬ রানের বড় ব্যবধানে ব্লাডমাউথকে পরাজিত করে গ্রুপ লীগে ছয় ম্যাচের ছ-টিতেই জয়ের গৌরব অর্জন করেছে। এমবিবি স্টেডিয়ামে বেলা সোয়া একটায় ম্যাচ শুরুতে টস জিতে ব্লাডমাউথ প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সুবিধা পেয়ে স্ফুলিঙ্গ নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২২৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে বিক্রম কুমার দাসের ৭৮ রান, সন্দীপ তোমর-এর ৫৬ রান এবং মনিশঙ্কর মূড়াসিং-এর ৫০ রান যথেষ্ট উল্লেখযোগ্য বিক্রম ৫৩ বল খেলে ১১টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৮ রান পায়। সন্দীপ ২৩ বল খেলে চারটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারি মেরে ৫৬ রান সংগ্রহ করে ২৪৩.৪৮ স্ট্রাইকিং রেটের সুবাদে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। মনিশংকর ৫০ রান পেয়েছে ২৩ বল খেলে তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মেরে। ব্লাডমাউথের স্বপন দাস ৩০ রানে দুটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ব্লাডমাউথ ১৯.৩ ওভার খেলে ৯৮ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে রণদীপ পাল সর্বাধিক ২৭ রান পায়। স্ফুলিঙ্গের জয়দীপ ভট্টাচার্য, সানি সিং ও শ্রীদাম পাল প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে।

