আজ আইপিএলের জন্মদিন! বিশেষ বার্তা দিলেন ম্যাকালাম

কলকাতা, ১৮ এপ্রিল (হি.স.): আজ ১৮ এপ্রিল। শুরু হয়েছিল আইপিএল। ২০০৮ সালের এ দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৬তম আইপিএলের মাঝেই প্রতিযোগিতার জন্মদিন নিয়ে আবেগপ্রবণ কেকেআর।

আইপিএলের জন্মদিনে কলকাতা নাইট রাইডার্স তাই ফিরে গেল ১৫ বছর আগে। নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কলকাতার হয়ে খেলে ১৫৮ রান করেছিলেন। গত বছর তিনি কোচও ছিলেন। কেকেআরের সঙ্গে ম্যাকালামের যোগাযোগও ১৫ বছরের। কলকাতাকে এখনো তিনি নিজের দল মনে করেন। আইপিএলের জন্মদিনে তিনি ভিডিয়ো বার্তা দিয়েছেন ক্রিকেটপ্রেমীদের। মঙ্গলবারও তাঁর জন্মদিন ছিল।
ম্যাকালামের আশা, এবার তরুণ ক্রিকেটারদের নিয়ে তৈরি কলকাতা ভাল পারফরম্যান্স করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *