নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ তীব্র দাবদাহে অতিষ্ঠ রাজ্যের জনজীবন৷ দাবদাহের তীব্রতা থেকে খানিকটা স্বস্তি পেতে ডাবের জল, তরমুজ সহ অন্যান্য ফল ও ঠান্ডা পানীয় পান করার প্রবণতা বাড়ছে প্রত্যেকের মধ্যেই৷ রাজ্যজুড়ে চলছে প্রচন্ড দাবদাহ৷ গরম থেকে নিস্তার পেতে এবং শরীরকে সুস্থ রাখতে ডাবের জলের চাহিদা তুঙ্গে৷ যোগানের তুলনায় চাহিদা বেশি৷ ফলে দেখা দিয়েছে কৃত্রিম সংকট৷ এই সংকটেই ব্যবসায়ীরা ৫০ টাকার ডাব দাম বৃদ্ধি করে করেছে ১০০ টাকা৷ তাতেও গরম থেকে নিস্তার পেতে ক্রেতারাও ১০০ টাকা দরেই খাচ্ছেন ডাব৷ শুধু ডাবের জলই নয়, আখের রস সহ তরমুজ ও অন্যান্য ফলের চাহিদাও বেড়েছে কয়েক গুণ বেশি৷ চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন ডাব ও ফল বিক্রেতারাও৷ রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের প্রায় সর্বত্রই তীব্র দাবদাহের থেকে রেহাই পেতে মানুষ ডাবের জল আখের রস সহ ফলের রস পান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ চিকিৎসকরা ও এই তীব্র দাবদাহে ডাবের জল ও ফলের রস পান করার জন্য পরামর্শ দিচ্ছেন৷ আবার অনেকেই ঠান্ডা পানীয় বিক্রয়ের দোকানগুলিতে ভিড় করছেন৷ খানিকটা স্বস্তি পাওয়ার লক্ষ্যেই মানুষের মধ্যে এই প্রবণতা বৃদ্ধি পেয়েছে৷ দাবদাহের তীব্রতার কথা মাথায় রেখে ইতিমধ্যেই রাজ্য সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করেছে৷ কিন্তু বাড়ির ঘরেও স্বস্তিতে থাকা রীতিমতো কষ্টকর হয়ে উঠেছে৷ আগামী কয়েকদিনে তাপমাত্রার পারদ আরো উর্ধমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের খবর৷ বৃষ্টি না হওয়া পর্যন্ত স্বস্তি পাওয়ার কোন উপায় নেই৷ এই তীব্র গরমে নানা রোগে আক্রান্ত হয়ে রাজ্যের সবকটি হাসপাতালেই রোগীর সংখ্যা ও প্রতিদিন বাড়ছে বলে খবর মিলেছে৷
2023-04-18

