শিমলা, ১৮ এপ্রিল (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪-দিনের সফরে মঙ্গলবার হিমাচল প্রদেশ পৌঁছেছেন। মাশোব্রা-র রাষ্ট্রপতি নিবাসে তিনি থাকবেন। সেখানেই এদিন একটি টিউলিপ বাগানের উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি। শিমলার রাজভবনে হিমাচল প্রদেশ সরকার আয়োজিত নাগরিক সম্বর্ধনায় অংশ নেন রাষ্ট্রপতি। হিমাচল প্রদেশের রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা এবং মুখ্যমন্ত্রী শ্রী সুখবিন্দর সিং সুখু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি নিবাস-স্বাগত জানান। হিমাচল প্রদেশে প্রথম সফরে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়।
আগামীকাল রাষ্ট্রপতি জাতীয় অডিট ও অ্যাকাউন্ট্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণরত আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ের ২৬ তম সমাবর্তন উৎসবে’ও তাঁর যোগ দেওয়ার কর্মসূচী রয়েছে। ২০ তারিখ রাষ্ট্রপতি নিবাসের দরজা, জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। রাষ্ট্রপতি, অতিথি অভ্যাগতদের স্বাগত জানাবেন।

