ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে এক মাওবাদী নিকেশ, পাকড়াও দুই

বিজাপুর, ১৮ এপ্রিল (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলায় এনকাউন্টারে নিকেশ হয়েছে এক মাওবাদী। এছাড়াও দুই মাওবাদীকে পাকড়াও করেছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিজাপুর জেলায় মাওবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই হয়। সেই গুলির লড়াইয়ে এক মাওবাদী নিকেশ হয়েছে ও দুই মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। এনকাউন্টারস্থল থেকে নিষিদ্ধ সামগ্রী উদ্ধার হয়েছে।

অন্যদিকে, ছত্তিশগড়ের নারায়ণপুরের ছোটডোঙ্গার থানার অন্তর্গত রাজপুর গ্রামে নকশালদের দ্বারা আইইডি পুঁতে রাখার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছয় ডিআরজি ও বিডিএস দল। তল্লাশির সময় প্রায় ৫ কেজি ওজনের একটি আইইডি উদ্ধার করা হয়, পরে সেটি ধ্বংস করা হয়। ওই এলাকায় তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।