এনসিপি বিধায়কদের কোনও বৈঠক ডাকা হয়নি, অজিতের বিদ্রোহ সংক্রান্ত জল্পনা মধ্যে বললেন শরদ পওয়ার

মুম্বই, ১৮ এপ্রিল (হি.স.): অজিত পওয়ারের বিদ্রোহ সংক্রান্ত যাবতীয় জল্পনা ঢেলে দিলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। মঙ্গলবার শরদ পওয়ার বলেছেন, নির্বাচন সংক্রান্ত কাজে ব্যস্ত অজিত পওয়ার। এই সমস্ত আলোচনা শুধুমাত্র মিডিয়ায়।” একইসঙ্গে নিজের ভাগ্নে এবং দলের সিনিয়র নেতা অজিত পওয়ারের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে জল্পনাকে খারিজ করে দিয়ে শরদ পওয়ার জানিয়েছেন, এনসিপি বিধায়কদের কোনও বৈঠক ডাকা হয়নি।

এর আগে সোমবার অজিত পওয়ারও বিদ্রোহ সংক্রান্ত জল্পনাকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। মহারাষ্ট্রের পুনে জেলার পুরন্দর এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, শরদ পওয়ার বলেছেন, মিডিয়ার মনে যা কিছু আলোচনা চলছে তা “আমাদের মনে” নেই।