২৮ এপ্রিল ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী, ৩-দিনের সফরে রয়েছে একগুচ্ছ কর্মসূচি

কাঠমান্ডু, ১৮ এপ্রিল (হি.স.): আগামী ২৮ এপ্রিল ভারত সফরে আসছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। ৩-দিনের ভারত সফরে একগুসি কর্মসূচি রয়েছে নেপালের প্রধানমন্ত্রীর। নেপালের বিদেশ মন্ত্রক এবং প্রধানমন্ত্রী সচিবালয়ের আধিকারিকদের মতে, নেপাল সরকারের কাছে এই তারিখের প্রস্তাব করেছিল ভারত। প্রধানমন্ত্রী সচিবালয়ের এক আধিকারিক নিশ্চিত করেছেন, “আগামী দিনগুলিতে নেপালের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে, প্রধানমন্ত্রী ৩ দিনের ভারত সফরে যাবেন। এটি হবে তাঁর প্রথম আন্তর্জাতিক সফর (দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর)।” ভারতে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের একগুচ্ছ কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে।