পানাজিতে যোগাভ্যাস করলেন জি-২০ প্রতিনিধিরা, ঘুরে দেখলেন জনৌষধি পরিযোজনা কেন্দ্র

পানাজি, ১৮ এপ্রিল (হি.স.): গোয়ায় ভারতের জি-টোয়েন্টি প্রেসিডেন্সির অধীনে দ্বিতীয় স্বাস্থ্য কার্যকারিনী গোষ্ঠী বৈঠকের দ্বিতীয় দিনে সদস্য দেশগুলির প্রতিনিধিরা যোগাভ্যাসে অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে যোগাভ্যাসে অংশ নেন জি-টোয়েন্টি প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পওয়ার। তিনি বলেছেন, “আমি সুস্থ জীবনের জন্য প্রতিদিন যোগব্যায়াম অনুশীলন করার জন্য প্রত্যেকের কাছে আবেদন করছি।”

পরে জি-টোয়েন্টি সদস্য দেশের প্রতিনিধিরা গোয়ার পানাজিতেই প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা কেন্দ্র পরিদর্শন করেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডভিয়া সকলকে জনৌষধি পরিযোজনা কেন্দ্র ঘুরিয়ে দেখান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া টুইট করে জানিয়েছেন, দ্বিতীয় জি-টোয়েন্টি হেলথ ওয়ার্কিং গ্রুপ মিটিংয়ের পাশাপাশি জি-টোয়েন্টি প্রতিনিধিদের সঙ্গে পানাজিতে জনৌষধি কেন্দ্র পরিদর্শন করেছি। তাঁদের কাছে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা কেন্দ্র-র মডেল এবং কীভাবে এই কেন্দ্র গুণমানসম্পন্ন ও সাশ্রয়ী মূল্যের ওষুধ সরবরাহ করে সাধারণ মানুষকে উপকৃত করছে তা ব্যাখ্যা করা হয়েছে।