মুম্বই, ১৮ এপ্রিল (হি. স.) : মুম্বইয়ের পালঘর জেলার নাইগাঁওয়ে একটি পাবলিক পার্কিং লটে আগুন লাগে। আগুনে অন্তত ১৫টি দুচাকার গাড়ি পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে।
ভাসাই ভিরার মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক দমকল আধিকারিক মঙ্গলবার জানিয়েছেন, স্থানীয় ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

