ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল।। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্মকর্তাবৃন্দ পুনরায় নিজেদের কার্যক্রম শুরু করেছেন। অনুমোদিত সবকটি ক্রীড়া সংস্থাকে নিয়ে সম্মিলিত বৈঠকে বসার দুদিনের মধ্যেই ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আজ, মঙ্গলবার রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী সকাশে মিলিত হয়েছেন। রাজ্যে ক্রীড়ার মানোন্নয়ন ও প্রসারের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি এ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনাও করেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়ের সাথে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রায় সকল কর্মকর্তাবৃন্দ-ই মন্ত্রী সকাশে মিলিত হয়ে ওনার গঠনমূলক আশ্বাসে কর্মকর্তারা ধন্যবাদ জানান। ত্রিপুরা অলিম্পিক সংস্থার জেনারেল সেক্রেটারি সুজিত রায় এক বিবৃতিতে এক খবর জানিয়েছেন।
2023-04-18