রক্তদান শিবিরের আয়োজন করছে টেট শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ টেট উত্তীর্ণ নব নিযুক্ত  শিক্ষক শিক্ষিকারা  আগামী ২৩ এপ্রিল আগরতলা প্রেস ক্লাবে মেগা রক্তদান শিবিরের আয়োজন করেছে৷  সোমবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান উদ্যোক্তারা৷ রক্তদান শিবিরে টেট উত্তীর্ণ নবনিযুক্ত প্রত্যেক শিক্ষাকে শামিল হওয়ার জন্য সংগঠনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে৷রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে৷ পাশাপাশি মন্ত্রী রতনলাল নাথও উপস্থিত থাকবেন বলে জানান তারা৷ ২০২১ সালে টি- টেট উত্তীর্ণ সকলকে রাজ্য সরকার শিক্ষক পদে নিয়োগ করেছে বিধানসভা নির্বাচনের আগে৷ কিন্তু নির্বাচন  ঘনিয়ে আসায় নব নিযুক্ত শিক্ষকদের তরফে সরকারকে অভিনন্দন জানানো সম্ভব হয়ে উঠেনি৷ তাই অভিনন্দন জানানোর পাশাপাশি রক্তদান শিবির করতে যাচ্ছে নবনিযুক্ত শিক্ষক- শিক্ষিকারা৷ সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান নবনিযুক্ত শিক্ষকদের সংগঠনের তরফে বিশ্বজিত ঘোষ সহ অন্যরা৷ ২৩ এপ্রিল আগরতলা প্রেস ক্লাবে হবে রক্তদান শিবির৷ সাংবাদিক সম্মেলনে শিক্ষকরা জানান শিবিরে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ উপস্থিত থাকবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ শিক্ষক বিশ্বজিত ঘোষ জানান,  বিদ্যালয়ে শুধু শিক্ষা দান করলে হবে না, সমাজের প্রতিটি স্তরে যাতে শিক্ষকদের অবদান থাকে, শিক্ষকরা ভুমিকা পালন করতে পারে, মুমূর্ষু রোগীকে বাঁচানোর উদ্দেশ্যে এই শিবির করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *