শান্তিরবাজার, ১৭ এপ্রিল (হি. স.) : বেহাল বিদ্যুৎ পরিষেবায় অতিষ্ঠ হয়ে দফতরের কর্মীদের তালাবন্দী করে রাখেন স্থানীয় মানুষ। দক্ষিণ ত্রিপুরা জেলায় শান্তিরবাজার মহকুমায় পূর্ব চড়কবাই পঞ্চায়েতের অধীনে নাথ পাড়ার বাসিন্দারা বিদ্যুৎ দফতরের কর্মীরা আজ বিল সংগ্রহে আসলে তাঁদের পঞ্চায়েত কার্যালয়ে তালাবন্দী করে রাখেন। দীর্ঘক্ষণ পর স্থানীয় জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কার্যালয়ের আধিকারিকরা বুঝিয়ে বিদ্যুৎ কর্মীদের মুক্ত করেন।
প্রচন্ড দাবদহে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এরই মধ্যে বেহাল বিদ্যুৎ পরিষেবায় সাধারণ মানুষ তিতিবিরক্ত হয়ে গেছেন। প্রতি নিয়ত লো ভোল্টেজের কারণে বৈদ্যুতিন পাখা কিংবা জলের মোটর চালাতে তাঁরা ভীষণ সমস্যার সম্মুখিন হচ্ছেন। স্থানীয় মানুষের অভিযোগ, সামগ্রিক বিষয় বিদ্যুৎ দফতরে একাধিকবার জানানো হয়েছে। দফতরের ইঞ্জিনিয়ার জীবন দেবনাথকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য বারবার অনুরোধ জানানো সত্বেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আজ বাধ্য হয়ে বিদ্যুৎ দফতরের কর্মীদের তালাবন্দী করা হয়েছে। তাঁদের হুশিয়ারি, বিদ্যুৎ পরিষেবা অবিলম্বে স্বাভাবিক না হলে আরও বড় ধরণের পদক্ষেপ নেবে স্থানীয় মানুষ।
2023-04-17