ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।। অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে একটি ম্যাচও জেতা হলো না কাঞ্চনপুরের। অপরদিকে নিয়ম রক্ষার ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে কমলপুর, ১১১ রানের ব্যবধানে কাঞ্চনপুরকে হারিয়ে। আগামী মরশুমে ভালো খেলার প্রত্যাশা রেখে জয় দিয়ে লীগ অভিযান শেষ করার আনন্দটাই পেয়েছে কমলপুর। খেলা ছিল কৈলাশহরের আরকেআই স্কুল গ্রাউন্ডে। ম্যাচ শুরুতে টস জিতে কমলপুর প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ২৭.৫ ওভার খেলে ১৮৭ রানে ইনিংস শেষ করে। দলের পক্ষে রুবেল আহমেদের ৪৩ রান এবং অভ্রজিত দাসের ২৬ রানের পাশাপাশি সঞ্জয় শীলের ২৩ রান উল্লেখযোগ্য। কাঞ্চনপুরের নয়ন মনি ভট্টাচার্য ৩০ রানে চারটি উইকেট পেয়েছিল। অমরজিৎ চাকমা পেয়েছে তিনটি উইকেট সাত রানের বিনিময়ে। জবাবে ব্যাট করতে নেমে কাঞ্চনপুরের ইনিংস শেষ হয় ৭৬ রানে। ওপেনার নয়ন মনি ভট্টাচার্য সর্বাধিক ১৪ রান পায়। কমলপুরের তন্ময় দাস ও অভ্রজিত দাস তিনটি করে উইকেট পেয়েছে। রুবেল আহমেদও পেয়েছে দুইটি উইকেট। ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্সে রুবেল পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।