নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে চুক্তিবদ্ধ ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিশালগড় মহকুমা কমিটির পক্ষ থেকে বিধায়কগণকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত চুক্তিবদ্ধ ও নির্মাণ শ্রমিক ইউনিয় বিশালগড় মহকুমা পক্ষ থেকে দুই বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন করা হয় নারী মঙ্গল সি আর সি হলে৷সোমবার সকাল দশটায় শুরু হয় এই সংবর্ধনা অনুষ্ঠান৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব ও কমলা সাগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক অন্তরা সরকার দেব৷ তাছাড়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুক্তিবদ্ধ ও নির্মাণ শ্রমিক ইউনিয়ন জেলা সম্পাদক সুবল সাহা৷ উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ সিপাহীজলা জেলা জেলা ভাইস প্রেসিডেন্ট রামচন্দ্র দেবনাথ ও সজল কুমার দে, ত্রিপুরা রাজ্য কর্মচারী শ্রমিক সংঘ বিশালগড় মহকুমা কমিটির প্রেসিডেন্ট সুজিত ভৌমিক, বিশালগড় পৌর পরিষদের কাউন্সিলর রতন দেব৷ অনুষ্ঠানে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বিধায়কগণকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷ অনুষ্ঠানের শুরুতেই ভারতীয় মজদুর সংঘ ও ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার মহান ব্যক্তিত্বদের পুষ্পস্তবক দিয়ে এবং প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শুভ সূচনা করেন নেতৃত্বরা৷ উক্ত অনুষ্ঠানে ভারতীয় মজদুর সংঘের চুক্তিবদ্ধ ও নির্মাণ শ্রমিকদের বিভিন্ন বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন বিধায়ক সুশান্ত দেব৷ বিধায়ক সুশান্ত দেব জানান ২০২৩ বিধানসভা নির্বাচনের পূর্বে বিশাল মন্ডল কার্যালয়ের সামনে চুক্তিবদ্ধ নির্মাণ শ্রমিক ইউনিয়নদের নিয়ে যে সভা করা হয়েছিল এবং উক্ত সভায় যে সমস্ত প্রতিশ্রুতি চুক্তিবদ্ধ ও নির্মাণ শ্রমিকদের দেওয়া হয়েছে তা প্রত্যেকটি ধাপে ধাপে পালন করা হবে৷পাশাপাশি প্রত্যেককে তাদের যুক্তিবদ্ধ নির্মাণ শ্রমিক কার্ডগুলো রিনিউ করে যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা হবে৷ পাশাপাশি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া এবং বিশালগড়কে শ্রেষ্ঠ বিশালগড় গড়ে তোলার জন্য চুক্তিবদ্ধ নির্মাণ শ্রমিকদের সহযোগিতা কামনা করছেন বিধায়ক৷ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন চুক্তিবদ্ধ ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক সুবল সাহা৷ বিশালগড় নারীমঙ্গল সিআরসি হল ঘরে আয়োজিত চুক্তিবদ্ধ ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলার সমস্ত চুক্তিবদ্ধ নির্মাণ শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়৷
2023-04-17

