শপথ নিলেন ত্রিপুরা উচ্চ আদালতের প্রধান বিচারপতি

আগরতলা, ১৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা উচ্চ আদালতের অষ্টম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ নিলেন বিচারপতি অপরেশ কুমার সিং। সকাল সাড়ে এগারটায় রাজভবনের দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য।
বিচারপতি অপরেশ কুমার সিং ঝাড়খন্ড উচ্চ আদালতে বিচারপতি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ত্রিপুরা হাইকোর্টের অষ্টম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা, আইন মন্ত্রী রতনলাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড়, বিচারপতি অরিন্দম লোধ, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য প্রশাসন, আরক্ষা প্রশাসন উচ্চপদস্থ আধিকারিকগণ এবং উচ্চ আদালতের বিভিন্ন স্তরের আধিকারিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *