গার্লস ক্রিকেটে ভবনস্ ত্রিপুরাকে হারিয়ে বড়দোয়ালী পেলো ৩য় স্থান

বড়দোয়ালি-‌১২২/‌৪(২০)

ভবনস্ ত্রিপুরা-‌১০৬/‌৫(২০)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল।।.নিয়মরক্ষার ম্যাচে জয় পেলো বড়দোয়ালি স্কুল। ১৬ রানে পরাজিত করলো ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের আন্ত:‌ স্কুল টি-‌২০ ক্রিকেটে। ড:‌ বি আর আম্বেদকর স্কুল মাঠে সোমবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বড়দোয়ালি স্কুল ১২২ রান করে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ওভারে। দলের পক্ষে অবান্তিকা ভৌমিক ২৩ এবং শায়ন্তিকা নম:‌ দাস ১৬ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৬৫ রান। জবাবে খেলতে নেমে ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দির নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৬ রান করতে সক্ষম হয়। দল সর্বোচ্চ ৫৭ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে পূর্বা চৌধুরি ২১ রান করে।