নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ বাংলা নববর্ষ উপলক্ষে আমতলী কুড়িপুকুর শ্রী শ্রী সনাতন গোসাইয়ের আশ্রমে তিন দিনব্যাপী বৈশাখী মেলাকে কেন্দ্র করে পুন্যার্থীদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে৷ অনেক বছর ধরে ডুকলী আর ডি ব্লকের অন্তর্গত আমতলী কুড়িপুকুর শ্রী শ্রী সনাতন গোসাইয়ের আশ্রমে মিলনমেলার অনুষ্ঠিত হয়ে আসছে৷ এই মেলায় স্থানীয় আমতলী এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা অংশগ্রহণ করে থাকে৷ যদিও কুঁড়ি পুকুরের এই মেলাটি এত বছর শুধু পহেলা বৈশাখের দিন অনুষ্ঠিত হতো৷ কিন্তু মেলা কমিটি ব্যবসায়ীদের স্বার্থে এবং পূর্ণার্থীদের আনন্দের স্বার্থে এই মেলাটি একদিনের পরিবর্তে তিন দিন করেছে৷ মেলার প্রথম দিনে অর্থাৎ পহেলা বৈশাখের দিন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল শুভ উদ্বোধন করেন৷ মেলার প্রথম দিন দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে আগত পুণ্যার্থীদের ভিড় ছিল উপচে পড়া৷ মেলার দ্বিতীয় দিনেও তার ব্যতিক্রম হয়নি৷ রবিবার ছিল এই মেলার দ্বিতীয় দিন৷ দ্বিতীয় দিনের বিকেল থেকেই মেলায় পূর্ণার্থীদের জনঢল লক্ষ্য করা গেছে৷ সোমবার এই কুড়ি পুকুর মেলার তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন৷ মেলায় আসা দোকানদার থেকে শুরু করে মেলা কমিটির ধারণা শেষ দিনেও এই মেলায় পুন্যার্থীদের ভিড় থাকবে লক্ষণীয়৷ মেলায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেলার প্রথম দিন থেকেই আমতলীর থানার পুলিশ ও বিশাল টিএসআর বাহিনী মোতায়েন করা হয়৷ তবে দ্বিতীয় দিন পর্যন্ত মেলায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷
2023-04-17

