দণ্ডি কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বনধের ব্যাপক প্রভাব বালুরঘাটে

বালুরঘাট, ১৭ এপ্রিল(হি.স.) : দণ্ডি কাণ্ডের প্রতিবাদে ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে আদিবাসী সিঙ্গেল অভিযান। দক্ষিণ দিনাজপুরে আদিবাসী মহিলাদের দণ্ডি কাটিয়ে তৃণমূলে ফেরানো নিয়ে উত্তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। আদিবাসী হেনস্থায় কাঠগড়ায় শাসকদল। চাপের মুখে শাসকদলের দলের দুই নেতাকে গ্রেফতারও করেছে পুলিশ। তার প্রতিবাদেই সোমবারের বনধ। বনধে ব্যাপক প্রভাব পড়ে বালুরঘাটে । বাংলা বনধের প্রভাব পড়েছে মালদায়ও। এদিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পাশাপাশি বংশীহারী থানার সরাইহাটে জাতীয় সড়কে পিকেটিং শুরু আদিবাসী সেঙ্গেল অভিযানের।

বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে পিকেটিং বনধ সমর্থনকারীদের। জোর করে যাতায়াত করতে চাওয়ায় এক মোটরবাইক আরোহীকে থাপ্পড় বনধ সমর্থনকারীদের। এদিন জেলা প্রশাসনিক ভবনের মূল গেটে তালা মারল আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা। মূল গেট দিয়ে ঢুকতে না পেরে দ্বিতীয় গেট দিয়ে প্রশাসনিক ভবনে ঢুকল জেলা শাসক বিজিন কৃষ্ণা। পুলিশি ঘেরাটোপে জেলা শাসককে ঢোকানো হল জেলা প্রশাসনিক ভবনে। বনধকে সফল করতে সব রকম ভাবে চেষ্টা চালাচ্ছে আন্দোলনকারীরা।

বালুরঘাটে চলছে না বেসরকারি বাস। বেসরকারি বাস চলাচল বন্ধ থাকায় সমস্যার মুখে নিত্য়যাত্রীরা। সরকারি বাসও বাড়ানো হয়নি বলে অভিযোগ নিত্যযাত্রীদের। গন্তব্যে পৌঁছতে হয়রানির মুখে পড়তে হয়েছে তাঁদের । অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বালুরঘাট জুড়ে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ বিশাল পুলিশ বাহিনী৷ ঘটনাস্থলে রয়েছে কমব্যাট ফোর্স।

আদিবাসী তিন মহিলাকে দণ্ডি কাটানোর প্রতিবাদে আদিবাসীদের ডাকা বাংলা বনধে প্রভাব পড়েছে মালদায়। বেসরকারি বাস রাস্তায় দেখা না গেলেও সরকারি বাস রাস্তায় নামান হয়েছে। গাজলে সরকারী বাসকেও আটকানো হয়েছে।গাজলে ৩৪নং জাতীয় সড়ক অবরোধ ।

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পাশাপাশি বংশীহারী থানার সরাইহাটে জাতীয় সড়কে পিকেটিং শুরু আদিবাসী সেঙ্গেল অভিযানের। পিকেটিংয়ের নেতৃত্বে দিল আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গ জোনের সহ-সভাপতি বিভূতি টুডু। জাতীয় সড়কে তির ধনুক দিয়ে পিকেটিং করছেন বনধ সমর্থনকারীরা। জাতীয় সড়কদিয়ে কোনও রকম যান চলাচল করতে দেওয়া হচ্ছে না।