BRAKING NEWS

আইপিএলে অভিষেক সচিন-পুত্রের

মুম্বই, ১৬ এপ্রিল (হি.স.): আজ কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন টেন্ডুলকারের আইপিএলে অভিষেক হল। যদিও সচিন চান না, অর্জুনকে কেউ সচিন-পুত্র হিসাবে চিনুক। অর্জুন নিজেও চান নিজের দক্ষতায় প্রতিষ্ঠা পেতে। প্রথম ওভারেই অধিনায়ক সূর্য কুমার অর্জুনের হাতে বল তুলে দিলেন। নজর কেড়ে নিলেন বাঁহাতি এই পেসার। খরচ করলেন মাত্র ৫ রান।

সকালে টিম লিস্ট অর্জুনের নাম সামনে আসার পর থেকে সকলেই উদ্বেলিত সচিন-পুত্র অর্জুনকে নিয়ে।
মুম্বই ইন্ডিয়ান্সের ডাগ আউটে বসে তেন্ডুলকর স্বয়ং। গ্যালারিতে দেখা গেল সচিন কন্যা সারা তেন্ডুলকরকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরে বসে থাকতে। সূর্য প্রথম ওভার তুলে দিলেন তরুণ অর্জুনের হাতে। বাবা কিংবদন্তি ব্যাটার। ছেলে কিন্তু পেসার অলরাউন্ডার। বল করতে যখন রান আপ ধরে দৌড়চ্ছেন, গোটা গ্যালারি গর্জন করছে, অর্জুন… অর্জুন… একটা সময় গোটা ক্রিকেটবিশ্ব

সচিন… সচিন গর্জনে স্টেডিয়াম উত্তাল করত। রবিবার দেখা গেল জুনিয়র তেন্ডুলকরকে নিয়ে সেই উচ্ছ্বাসের ছবি।
সচিন ছেলের জন্য কোচ করেছিলেন বন্ধু মুম্বইয়ে ক্রিকেটার সুব্রত বন্দ্যোপাধ্যায়কে। যিনি এখন সিনিয়র নির্বাচকও। সুব্রত এর হাত ধরে অর্জুন এখন রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে খেলেছেন। সকলে অপেক্ষায় ছিলেন, অর্জুনের আইপিএল অভিষেক কবে হয় দেখার জন্য। অবশেশে প্রতীক্ষার অবসান হল রবিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *