নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ এপ্রিল৷৷ ত্রিপুরা রাজ্য মতুয়াধর্ম মহাসংঘ উদ্যোগে রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করা হয়৷
রাজ্যে সাড়ে চার লক্ষ মানুষ রয়েছে মতুয়া সম্প্রদায়ের৷ তাদের একত্রিত করার জন্য গত ১১ এপ্রিল রাজ্যে আসেন মতুয়াধর্ম মহাসংঘের কেন্দ্রীয় নেতৃত্ব৷ নলছড়, ডাববাড়ি, আশারামবাড়ি, আমবাসা সহ বিভিন্ন জায়গায় যান তারা৷ বাধারঘাটের বিধায়িকা মিনারানী সরকারের সঙ্গেও দেখা করেন৷ শিক্ষা আন্দোলনের বিকাশের জন্য তাদের রাজ্য সফর বলে জানান কেন্দ্রীয় নেতৃত্বরা৷ ছিলেন আচার্য পুলক গোঁসাই , তপন দাস সহ অন্যান্যরা৷ একই সঙ্গে একটি ফাউন্ডেশন গড়া হয়েছে৷ এই ফাউন্ডেশন দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়াবে তাদের প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে বলে জানান মতুয়াধর্ম মহাসংঘের পক্ষে তপন দাস ৷ রাজ্যে অবিলম্বেই মাতুয়া ধর্ম মহাসংঘ ভবন গড়ে তুলবে বলেও জানিয়েছেন তারা৷ এজন্য প্রয়োজনীয় জমি দান করেছেন এক সজ্জন ব্যক্তি৷
2023-04-16

