ভুবনেশ্বর, ১৬ এপ্রিল(হি.স.) : মাফিয়া আতিক আহমেদ কি বিরোধীদের (সমাজবাদী পার্টি) কোনও গোপন কথা ফাঁস করার কথা ছিল, সে কারণেই তাকে হত্যা করা হয়েছে। রবিবার এই প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং।
ভুবনেশ্বরে আতিক সম্পর্কিত প্রশ্নে গিরিরাজ সাংবাদিকদের বলেন, আতিক উত্তরপ্রদেশে বিরোধীদের অর্থাৎ সমাজবাদী পার্টির কোনও গোপন কথা প্রকাশ করতে চলেছেন কিনা। কেন এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখন তদন্তাধীন। তিনি বলেন, পুরো বিষয়টির দুটি দিক রয়েছে, একটি আপনি যা উত্থাপন করছেন এবং অন্য দিকটি তদন্তে জানা যাবে।