বাকসায় নিজের যৌনাঙ্গচ্ছেদ দুই সন্তানের পিতার

বাকসা (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : বাকসা জেলার উলুবাড়ি শান্তিপুরে ধারালো ছুরি দিয়ে নিজের যৌনাঙ্গ কেটে ফেলেছেন দুই সন্তানের বাবা। উলুবাড়ি শান্তিপুরের বাসিন্দা রাজেশ দাস (৩৬) নামের এক ব্যক্তি নিজেই সংগঠিত করেছেন এই ঘটনা।

জানা গেছে, রাজেশ দাসের স্ত্রী প্রায় দেড় বছর আগে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর পর থেকে রাজেশ মানসিকভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছিলেন না। এরই জেরে নাকি গতকাল শনিবার গভীর রাতে হঠাৎ তিনি তাঁর যৌনাঙ্গ কেটে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

আজ রবিবার সকালে তাকে তার বাড়ির একটি ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ঘটনাটি প্রকাশ্যে আসে। এর পর বাড়ির অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে ১০৮ অ্যাম্বুলেন্সে করে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।