গোলাঘাট (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : রঙালি বিহুর আনন্দ-উৎসবের মধ্যে গোলাঘাটে সংঘটিত হয়েছে এক হৃদয়বিদারক ঘটনা। চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে জনৈক ব্যক্তির। নিহত ব্যক্তির নাম তিলক তালুকদার।
গোলাঘাট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় আজ রবিবার দুপুরের দিকে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় এক যুবতী নিজের মোবাইলে ব্লগ তৈরি করতে থাকলে পুরো ঘটানটি ক্যামেরাবন্দি হয়।
জানা গেছে, মৃত তিলক তালুকদার মূলত নলবাড়ির বাসিন্দা। তালুকদার পরিবারের সদস্যরা গোলাঘাটের জামুগুড়িতে রিকশা চালক হিসেবে বহু দিন ধরে জীবন নির্বাহ করে আসছিলেন। বিগত কিছুদিন ধরে তিনি মানসিক চাপে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রের দাবি। এদিকে এ ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোলাঘাটে।