করিমগঞ্জ (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : বাংলা নববর্ষের দিন নিজের ছেলেকে সঙ্গে নিয়ে উত্তর করিমগঞ্জের সাদারাশি গ্রাম পঞ্চায়েতের সন্দলপুরে রাস্তার নির্মাণ কাজের ফলক উন্মোচন করেছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
প্রথমবারের মতো উত্তর করিমগঞ্জের সন্দলপুর গ্রামের রাস্তার কাজের শিলান্যাস করায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে উষ্ণ অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন বৃহত্তর সন্দলপুর এলাকার জনগণ।
উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্ত-ঘেঁষা গ্রাম সন্দলপুর, তিলাইয়া। রাস্তার বেহাল দশার জন্য সংশ্লিষ্ট এলাকার জনগণ সীমান্তের ইঅ্যান্ডডি বাঁধ দিয়ে চলাচল করেন। এতে বিভিন্ন সময় লাঞ্ছনার শিকার হতে হয় এলাকাবাসীকে। এবার রাস্তার নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হওয়ায় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন সন্দলপুরের মানুষ।
সন্দলপুর ইঅ্যান্ডডি বাঁধ থেকে পেড়ুয়া হয়ে তিলাইয়া সংলগ্ন রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ৬২ লক্ষ ৮৩ হাজার টাকা। মুখ্যমন্ত্রী পকি পথ প্রকল্প থেকে এই অর্থ বরাদ্দ করিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। কাজের বরাত পেয়েছেন ঠিকাদার রত্নদীপ দাস পুরকায়স্থ। ৮০০ মিটার দৈর্ঘ্যের এই রাস্তা নির্মাণ হবে কংক্রিট প্যাভার ব্লক দিয়ে। কাজের ফলক উন্মোচন করে নির্মাণ কাজ সুষ্ঠুভাবে পরিচালিত করতে এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করেছেন বিধায়ক। এদিকে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে ধন্যবাদ জ্ঞাপন করেন এলাকাবাসীর পক্ষে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য তুতিউর রহমান ও সাদ উদ্দিন।