ধুবড়ি (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত তামারহাটে অভিযান চালিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকার শাল কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে জেলা বন আধিকারিক ড. প্রিয়শা শইকিয়ার নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণের শাল কাঠগুলি।
পর্বতঝরা বনাঞ্চল থেকে শাল গাছ কেটে একটি দুষ্ট চক্র তামারহাট বরজান এবং উজানপেটলা প্রথম খণ্ড এলাকায় মজুত করে রেখেছিল। গোপন সূত্রে প্ৰাপ্ত খবরের ভিত্তিতে গতকাল রাতে আসলে অভিযানে নামেন জেলা বন আধিকারিক ড. প্রিয়শা শইকিয়ার নেতৃত্বে তাঁর দল।
অন্যদিকে স্থানীয় একটি কাঠের আসবাবপত্রের দোকানেও অভিযান চালিয়ে মেশিন সহ বিপুল পরিমাণের কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযোগ, কাঠ মাফিয়ারা পর্বতঝরা বনাঞ্চল থেকে শাল গাছ কেটে দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গে পাচার করে আসছে।