করিমগঞ্জ (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : অসুস্থ ছাত্রীকে চোখের অপারেশন করার জন্য মুখ্যমন্ত্রীর তহবিল থেকে অৰ্থ সাহায্য দিয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। নববর্ষের প্রথম দিন অসুস্থ ছাত্রী উত্তর করিমগঞ্জের লাফাশাইল গ্রামের নেহা নমশূদ্রের বাড়িতে গিয়ে তার বাবার হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দিয়েছেনন বিধায়ক কমলাক্ষ।
বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, উত্তর করিমগঞ্জের লাফাশাইল গ্রামের দশ বছরের নাবালিকা নেহা নমশূদ্রের চোখে জটিল রোগ শনাক্ত করেছেন ডাক্তাররা। ফলে সে দেখতে পায় না। তার চোখে অস্ত্রোপচার করতে হবে। কিন্তু অস্ত্রোপচারের জন্য অনেক টাকার প্রয়োজন। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি মারফত বিষয়টি জানতে পেরে প্রথমে তিনি একবার তাকে তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য করেছিলেন। এবার অস্ত্রোপ্রচারের জন্য মুখ্যমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দ ২৫ হাজার চেক তার মায়ের হাতে তুলে দিয়েছেন।