টুমকুর, ১৫ এপ্রিল (হি.স.): কর্ণাটকের টুমকুরে বেসরকারি বাস ও এসইউভি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন এসইউভি গাড়িতে থাকা ৪ জন যাত্রী। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে টুমকুরের হিরেহাল্লির কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কের ওপর। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির ভিতরে থাকা ৪ জন যাত্রীর। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য টুমকুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কায়থাসান্দ্র পুলিশ জানিয়েছেন, এই দুর্ঘটনায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরু থেকে টুমকুরে আসছিল এসইউভি গাড়িটি, বেসরকারি বাসটি সিরা থেকে টুমকুর হয়ে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল। হিরেহাল্লির কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কের ওপর এসইউভি গাড়ি ও বাসের জোরালো সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির ভিতরে থাকা ৪ জন যাত্রীর। সংঘর্ষের জেরে গাড়ির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায়।

