গুয়াহাটি, ১৪ এপ্রিল (হি.স.) : আগামী বছরগুলিতে অসমে ২৪ মেডিক্যাল কলেজ হবে, আজ এইমস এবং তিনটি মেডিক্যাল কলেজের উদ্বোধন করে ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া আজ তিনি শুরু করলেন আয়ুষ্মান কার্ড বিতরণ অভিযানও।
আজ শুক্রবার প্রধানমন্ত্রী মোদী গুয়াহাটির চাংসারিতে ১,১২৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। গুয়াহাটি এইমস উত্তরপূর্ব ভারতে ৭৫০ শয্যার অত্যাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান। গুয়াহাটিতে এইমস-এর মতো চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপিত হওয়ায় অসম সহ অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরার মানুষ উপকৃত হবেন। প্রসঙ্গত, ২০১৭ সালে গুয়াহাটির পার্শ্ববর্তী চাংসারিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস-এর শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
এইমস ছাড়াও এই মঞ্চ থেকে ভাৰ্চুয়ালি তিনটি নবনিৰ্মিত মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। এগুলি ৬১৫.৪৭ কোটি টাকায় নলবাড়িতে (১,১৭,১১৯ বর্গ মিটার এলাকায় নির্মিত), ৫৯৯.৮০ কোটি টাকায় নগাঁওয়ে (১,২৯,৫০০ বর্গ মিটার এলাকায় নির্মিত) এবং ৫৩৫.৮৭ কোটি টাকায় নবনির্মিত কোকরাঝাড় মেডিক্যাল কলেজ হাসপাতাল (৯২,১২৯ বর্গ মিটার এলাকায় নির্মিত)।
এছাড়া, আইআইটি গুয়াহাটি ক্যাম্পাসে ৫৪৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত আসাম অ্যাডভান্সড হেলথকেয়ার ইনোভেশন ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পটি অসম সরকার এবং আইআইটি গুয়াহাটির যৌথ উদ্যোগে সম্পন্ন হবে। ওষুধ ও স্বাস্থ্য পরিচর্যায় গবেষণা এবং উদ্ভাবনী প্রচারের লক্ষ্যে এটি ওষুধের সীমান্তবর্তী এলাকায় বহু-বিষয়ক গবেষণা ও উন্নয়নকে লালন করবে। পাশাপাশি, এই প্রতিষ্ঠানের দায়িত্ব হবে জাতির সামনে যে সব সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্য নির্ধারণ করা এবং আমদানি প্রতিস্থাপনের লক্ষ্যে দীর্ঘমেয়াদি সমাধান প্রদান করা।
এইমস-এর উদ্বোধনী মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী আনুষ্ঠানিকভাবে ১.১ কোটি আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই কার্ড বিতরণের সূচনাও করেছেন। এর মাধ্যমে আয়ুষ্মানভুক্ত পরিবার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন স্বাস্থ্যসেবা চিকিৎসার সুবিধা পাবে। এর সুবিধা ওই সমস্ত সুবিধাভোগীদের দেওয়া হবে যাঁরা খাদ্য নিরাপত্তা আইনের অধীনে তালিকাভুক্ত।
এই অনুষ্ঠানে বহুজনের সঙ্গে ছিলেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ড. মনসুখ মান্ডবিয়া, কেন্দ্ৰীয় স্বাস্থ্য প্ৰতিমন্ত্ৰী ডা. ভারতী প্রবীণ পাওয়ার, অসমের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, এইমস-গুয়াহাটির এগজিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. অশোক পুরানিক প্ৰমুখ।

