পয়লা বৈশাখেও নিয়োগের দাবিতে আন্দোলন চলবে

কলকাতা ১৪ এপ্রিল (হি. স.) : তীব্র গরমেও তাঁদের আন্দোলন একইভাবে চলছে। দাবি একটাই, নিয়োগ চাই। নতুন বছরকে তাঁরা আন্দোলন মঞ্চ থেকেই স্বাগত জানাবেন। নিয়োগের দাবিতে পয়লা বৈশাখের দিন মাতঙ্গিনী মূর্তি ও গান্ধী মূর্তিতে চাকরির দাবিতে অবস্থান করবেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত তীব্র দাবদাহকে উপেক্ষা করে এভাবেই তাঁরা অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

নিয়োগের দাবিতে কোথাও সাড়ে সাতশো দিন, তো কোথাও আড়াইশো দিনের বেশি অবস্থান বিক্ষোভ করছে এসএসসি, প্রাইমারি, গ্রুপ ডি সহ একাধিক বঞ্চিত চাকরি প্রার্থীদের সংগঠন। প্রচণ্ড শীতেও তাঁরা খোলা আকাশের নীচে দিন-রাত কাটিয়েছেন। বর্ষায় ভিজেছেন। তাঁদের আন্দোলন তাতে আরও জোরদার হয়েছে। মাতঙ্গিনী মূর্তি থেকে গান্ধী মূর্তি চিত্রটা একই।

তীব্র গরমে যখন শহর কলকাতা পুড়ছে তখন তা উপেক্ষা করেই অবস্থানে বঞ্চিত চাকরি প্রার্থীরা। এমনকি পয়লা বৈশাখের দিনও একইভাবে অবস্থান বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন তারা। ২০১৪ সালে প্রাথমিকের চাকরিপ্রার্থীরা শুক্রবার বলেন, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *