রাজ্যবাসীর মঙ্গল কামনায় কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৪ এপ্রিল(হি.স.) : আগামীকাল বাংলার নববর্ষ। প্রতি বছরের মতো বছরের শেষ দিনে শুক্রবার কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সন্ধ্যায় দক্ষিণাকালী’র উদ্দেশ্যে পুজো দিলেন তিনি। করলেন আরতি। সেই সঙ্গে কথা বলেন মন্দিরের অছি পরিষদের সদস্যদের সঙ্গে। পুজো দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মা-মাটি-মানুষের মঙ্গল কামনা করে দেবীর কাছে পুজো দিয়েছেন তিনি।
রাজ্যবাসীকে আগত নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন সন্ধ্যায় তিনি বলেন, রাজ্য তথা দেশ ও বিশ্ববাসীর মঙ্গল ও শান্তি কামনা করছেন তিনি।