BRAKING NEWS

গরিব বাচ্চাদের ক্রিকেট ট্রেনিংয়ের জন্য আলিগড়ে হোস্টেল তৈরি করছেন রিঙ্কু সিং

কলকাতা, ১৪ এপ্রিল(হি.স.) : স্বপ্ন দেখতে কে না ভালোবাসেন, কিন্তু সেই স্বপ্নপূরণ করার পথ সকলের জন্য সহজ হয় না। চোখেমুখে ক্রিকেটার হওয়ার রাশি রাশি স্বপ্ন ছিল তাঁর। কিন্তু যে বাড়িতে অভাব-অনটন নিত্যদিনের সঙ্গী, সেই পরিবার থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখাটা যেন বিলাসিতা।

আলিগড়ের রিঙ্কু সিং। ছোটবেলায় অভাবের তাড়নায় ক্রিকেটটাই ছেড়ে দিতে চেয়েছিলেন। ভাগ্যিস ক্রিকেট ছাড়েন নি। তা না হলে আইপিএলে কেকেআরের রিঙ্কু সিংয়ের ব্যাটে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস শেষ ওভারে টানা ৫ বলে ৫ ছক্কা দেখাই যেত না। রাতারাতি অনেকেই হিরো হয়ে যান। আর রিঙ্কু সিংও এলেন সেই তালিকায়।
নিজে দারিদ্রতার সঙ্গে লড়াই করে এই জায়গায় এসেছেন রিঙ্কু। তিনি চান না তার আলিগড়ের দরিদ্র শিশুরা তার মত দারিদ্রতার সঙ্গে লড়াই করে ক্রিকেটে আসুক।

তাই আলিগড়ের দরিদ্র শিশুরা যাতে নির্বিঘ্নে ক্রিকেট নিয়ে এগিয়ে যেতে পারে তার জন্য এক উদ্যোগ নিয়েছেন রিঙ্কু।
আলিগড়ে বাচ্চাদের ক্রিকেট প্রশিক্ষণ দেওয়ার জন্য এক হোস্টেল তৈরি করছেন। আলিগড়ের মহুয়া খেদা স্টেডিয়ামে এই হোস্টেল তৈরি করা হচ্ছে। এই হোস্টেলে প্রায় ১০০ ছাত্রের থাকার ব্যবস্থা করা হয়েছে। ১০০ শয্যা বিশিষ্ট হোস্টেল খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে।

জানা গেছে, প্রায় এক থেকে দেড় মাসের মধ্যে এই হোস্টেলের নির্মাণ কাজ শেষ হবে। এই হোস্টেলে থাকা বাচ্চারা রিঙ্কুর কাছ থেকেও ক্রিকেটের পাঠ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *