গুয়াহাটি বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা রাজ্যপাল মুখ্যমন্ত্ৰীর

গুয়াহাটি, ১৪ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, বিজেপির অসম প্রদেশ সভাপতি ভবেশ কলিতা প্রমুখ বহুজন।

আজ শুক্রবার সকাল প্রায় ১১:৪৫ মিনিটে গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে নিয়ে অবতরণ করে বিশেষ বিমান। আজ রাজ্য প্রায় ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে এক দিবসীয় সফরে এসেছেন প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দর চত্বরে তাঁকে বিহুনৃত্যের মাধ্যমে স্বাগত জানান হাজারো জনতা।

বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে আইআইটি গুয়াহাটির হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি চাংসারিতে নবনিৰ্মিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস)-এ যান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাঁর যাত্রাপথে রাস্তাজুড়ে হাজার হাজার জনতা তাঁকে হাত নাড়িয়ে, ফুল ছড়িয়ে স্বাগত জানান।

আজ গরু বিহুর দিন অসমের চাংসারিতে এইমস-গুয়াহাটির উদ্বোধন করেছেন তিনি। এছাড়া ভার্চুয়ালি উদ্বোধন করেছেন নলবাড়ি, কোকরাঝাড় এবং নগাঁও মেডিক্যাল কলেজ হাসপাতালের। চাংসারি থেকে গিয়েছেন পাঞ্জাবাড়িতে অবস্থিত শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রের মিলনায়তনে গৌহাটি হাইকোর্টের হীরক জয়ন্তী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। এর পর প্রধানমন্ত্রী সন্ধ্যায় সরুসজাই স্টেডিয়ামে যাবেন। উপভোগ করবেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসকারী সমবেত বিহুনৃত্যের অনুষ্ঠান।