দেহরাদূন, ১৪ এপ্রিল (হি.স.): চারধাম যাত্রার প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। চলতি মাসেই পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রীর মন্দিরের দরজা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুণ্যার্থীদের রেজিস্ট্রেশন যাচাই করা হবে।উত্তরাখণ্ডের পর্যটন দফতর জানিয়েছে, উত্তরাখণ্ডের চারধাম যাত্রায় আসা তীর্থযাত্রীদের রেজিস্ট্রেশন যাচাই করা হবে। যমুনোত্রীর জন্য বারকোটে, গঙ্গোত্রীর জন্য হিনায়, কেদারনাথের জন্য সোনপ্রয়াগে এবং বদ্রীনাথের পান্ডুকেশ্বরে স্ক্যানার মেশিন বসানো হবে। বলা হয়েছে, রেজিস্ট্রেশনের ৩-তরফা যাচাই করা হবে। যাত্রীদের রিস্টব্যান্ড, শারীরিক রেজিস্ট্রেশনের অনুলিপি বৈধ হবে এবং মোবাইল ফোনে তাঁদের কিউআর কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন যাচাই করা হবে।
2023-04-14