বেঙ্গালুরু, ১৪ এপ্রিল(হি.স.) : , কর্ণাটকের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদি শুক্রবার কংগ্রেস দলে যোগদানের পর তাঁকে স্বাগত জানাতে গিয়ে কংগ্রেসের কর্ণাটকের প্রধান ডি কে শিবকুমার দাবি করেছেন, ক্ষমতাসীন বিজেপির আরও বেশ কয়েকজন নেতা আগামীদিনে কংগ্রেস শিবিরে যোগ দেবেন।
সাংবাদিকদের সাথে কথা বলার সময় শিবকুমার বলেন, “লক্ষ্মণ সাভাদি একজন সিনিয়র নেতা। তিনি কোনো শর্ত ছাড়াই দলে যোগ দিচ্ছেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে উঠছেন। তাঁর মতো নেতাদের ক্ষমতায়ন করা আমাদের দায়িত্ব যাতে তারা আমাদের দলে যোগ দেন এবং তা নিশ্চিত করা যায়। তাঁরা আমাদের নেতৃত্ব এবং আদর্শের সাথে একত্রিত হয়েছেন।”
তিনি আরও বলেন, “আজ দলের সকল নেতা লক্ষ্মণ সাভাদির সাথে আলোচনা করেছেন। দলের সকল সদস্য তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।”
কংগ্রেসের রাজ্য প্রধান আরও বলেন, “লক্ষ্মণ সাভাদির পাশাপাশি, আরও অনেক বিজেপি নেতা কংগ্রেস দলে যোগ দেবেন। আমরা সর্বসম্মতভাবে সবাইকে দলে স্বাগত জানাই। তিনি আজ বিকেলে বিধান পরিষদের চেয়ারম্যানের সাথে দেখা করে পদত্যাগ পত্র জমা দেবেন।”

