সম্পত্তির ক্ষতি মামলায় কেজরিওয়ালকে ডেকে পাঠাল গোয়া পুলিশ, আপ প্রধান বললেন নিশ্চয়ই যাব

নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.): জনসাধারণের সম্পত্তির ক্ষয়ক্ষতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠাল গোয়ার পেরনেম পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৭ এপ্রিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ডেকে পাঠিয়েছে গোয়া পুলিশ। জনসাধারণের সম্পত্তির ক্ষয়ক্ষতি মামলায় সেদিন কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তিনি অবশ্যই যাবেন। শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, “হ্যাঁ, আমি অবশ্যই যাব।”