নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ এপ্রিল৷৷ বাংলা নতুন বছর ১৪৩০ —র ঠিক আগের দিন শুক্রবার পুর নিগমের সাফাই কর্মী এবং দুঃস্থদের মধ্যে শাড়ি এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়৷
মূলত পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের কপর্োরেটার অলক রায়ের উদ্যোগে এই সামগ্রী প্রদান করা হয়৷ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কপর্োরেটার অলক রায়, সমাজ কল্যাণ দপ্তরের উপ অধিকর্তা, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা৷ বাংলা বছরের শেষ দিন৷ নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ পুরাতন বছরের অভিজ্ঞতা গুলি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার শপথ নেবেন সকলে৷ নতুন বছর যাতে সকলের জীবন সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে তার জন্য এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান মেয়র৷
2023-04-14