জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের দুদিক ছোট যানবাহনের জন্য উন্মুক্ত

জম্মু, ১৪ এপ্রিল(হি.স.) : জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক আজ শুক্রবার উভয় দিকে ছোট যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। এদিকে, শুধুমাত্র শ্রীনগর থেকে জম্মু পর্যন্ত ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে মুঘল মার্গ পরিষ্কারের কাজও চলছে। দু-একদিন পর এই রুট যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।